কলারোয়া পৌরসভা নির্বাচিত মেয়র হলেন নৌকা প্রতীকের মনিরুজ্জামান বুলবুল
কামরুল হাসানঃ
কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শনিবার সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটার
উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পৌরসভার ৯ টি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল ১৩ হাজার ৪শ’ ৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা পান ১ হজার ৬শ’ ২৮ ভোট।
যদিও শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শরীফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র প্রার্র্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা। এরআগে গত ১৮ জানুয়ারি নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী ও ২ বারের সাবেক মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলাম ও ২৯ জানুয়ারি মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদিকে সংরক্ষিত নারী ১ নং আসনে (১,২,৩ নং ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মিসেস ফারহানা হোসেন (টেলিফোন), ২ নং আসনে (৪,৫,৬ নং ওয়ার্ড) সন্ধ্যা রানী বর্মন (জবা ফুল),ও ৩ নং আসনে (৭,৮,৯ নং ওয়ার্ড) দিথী খাতুন (আংটি)। সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বিজয়ীরা হলেন: ১ নং ওয়ার্ড: জিএম শফিউলআলম (ডালিম), ২নং ওয়ার্ড: মো.আসাদুজ্জামান তুহিন (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ড: মো.রফিকুল ইসলাম (উটপাখি), ৪নং ওয়ার্ড: মো.মেজবাহ উদ্দীন(টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ড: শেখ জামিল হোসেন (উটপাখি), ৬নং ওয়ার্ড: মো.আলফাজউদ্দীন (উটপাখি), ৭নং ওয়ার্ড: জাহাঙ্গীর হোসেন (ডালিম),
৮নং ওয়ার্ড: শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল), ৯নং ওয়ার্ড: মো.আকিমুদ্দীন দফাদার (ডালিম)। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।
উল্লেখ্যঃ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০ জন। এর মধ্যে পুরুষ ১০,২৮৪ ও নারী ভোটার ১০,৯৯৬ জন।