বেনাপোল থেকে চুরি হয়ে যাওয়া মটরসাইকেল পিরোজপুর থেকে উদ্ধারঃ আটক এক
যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল থেকে গত বছরের (১৭ই জুলাই ২০) রাতে বেনাপোল পোর্ট থানার বাসিন্দা নাসির উদ্দিনের ২ টি এফ জেট ভার্সন-২ মটরসাইকেল অজ্ঞাত চোরেরা গেইটের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে (২১ জুলাই-২০) তারিখে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়।
পরবর্তীতে মামলাটি পুলিশ সুপার মহোদয় ডিবিতে তদন্তের জন্য হস্তান্তর করেন।
দীর্ঘ তদন্তকালে অনলাইন সেল বাজার সমুহ অনুসন্ধানের একপর্যায়ে চোরাই গাড়ী দুইটির মধ্যে ১টির সন্ধান পাওয়া যায় পিরোজপুর এলাকায়। সেই তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার সময় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আরিফ, এএসআই শফিকুল, কনস্টেবল রুবেল, বাতেন, ড্রাই কং আশরাফুল পিরোজপুর থানা পুলিশের সহযোগীতায় পিরোজপুর সদর থানাধীন পাঙ্গাশিয়া সাকিনে বড় হালদার বাড়িতে অভিযান পরিচালনা করে নিলয় মন্ডলের হেফাজতে থাকা একটি মেড ব্লাক এফজেড ভার্সন-২ মোটরসাইকেল উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। নিলয় মন্ডল তীর্থ (২৪), সে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার পিতা- মৃত যদু নাথ মন্ডলের ছেলে।
আটককৃত আসামী নিলয় মন্ডল আজ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন।