গোয়ালডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানার মতবিনিময় সভা

জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক বড়দল ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে বলেন, বড়দল ইউনিয়ন প্রয়াত চেয়ারম্যান ইউনুস আলি সানার উন্নয়নের পর দেখার মত কোন উন্নয়ন করতে পারেননি
পরবর্তী চেয়ারম্যানবৃন্দ। ইউনিয়ন চরম অবহেলিত ও এলাকার মানুষ নানাভাবে বঞ্চিত হয়ে এসেছে। আমি জন প্রতিনিধি না হয়েও এলাকার মানুষের কথা ভেবে অনেক কাজ করে এসেছি। যা ছিল আমার ব্যক্তগত অর্থ ও প্রচেষ্টার ফল। আমি বিগত ১৪ বছর ধরে এলাকার মানুষের সাথে থেকেছি। চম্পাখালী প্রাইমারী স্কুল হতে মজিদ সরদারের
বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, নজরুল সরদারের বাড়ির কাছে ড্রেন, ছলেমানের বাড়ির কাছে রাস্তা ও সুরতানদের বাড়ির রাস্তা ইটের সোলিং, শুক্কলিয়া মাদরাসা উন্নয়নে নগদ ৩০ হাজার টাকা ও তালগাছ, গোয়ালডাঙ্গা হাফিজিয়া মাদারাসায় ২৫ হাজার টাকা, ফকরাবাদ হাফিজিয়া মাদরাসায় ইট ও সিমেন্ট, ডুমুরপোতা পুরাতন মসজিদ ২৫ হাজার টাকা, জামালনগর কেন্দ্রীয় মসজিদে ১০ ব্যাগ
সিমেন্ট, মানিকখালী ফেরীঘাট মসজিদে এক ট্রাক পাথর খোয়া, জামালনগর ভাঙ্গন রোধে দেড় লক্ষ টাকা, ওয়াপদা বাধ রোধে ৬০০ শ্রমিক, একজন প্রয়াত চেয়ারম্যানের চিকিৎসা সহায়তায় দেড় লক্ষ টাকা, ফকরাবাদ ঈদগাহর কাছে দু’টি রাস্তার কাজ ও তিতুখালী নদী উন্মুক্ত করেছি।

অপরদিকে বুড়িয়ায় ৩টি মন্দিরে টিন ও খুটি,
বামনডাঙ্গা দুর্গা মন্দিরে ৫২ হাজার টাকার টাইলস,
মাদিয়ায় দু’টি মন্দিরে সহায়তা, বড়দল কলেজিয়েট স্কুলে ৮টি কেরামবোর্ড, বড়দল বাজার মাছের চান্নিতে তাবু, গোয়ালডাঙ্গা দুর্গা মন্দিরে ৪০০০ ইট, কালিমন্দিরে গ্রীল, ফকরাবাদ দু’টি মন্দিরে ৪০০০ ইট, বামনডাঙ্গা শ্মশান নির্মান, জগদীশের ব্রীজ হতে ওয়াপদা রাস্তা পর্যন্ত ইটের সোলিং (কাজ চলমান), ৩টি গীর্জায় সহযোগিতা প্রদান, বিভিন্ন স্থানে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ও সহায়তা প্রদান করে এসেছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে
শহরে পরিণত করার যে দুর্লভ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

এজন্য স্বউদ্যোগে উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সাথে আইন শৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। খাস জমি অবৈধ দখন মুক্ত করণ, বাইনতলা নদী অবৈধ দখল ও খাল বিক্রয়
রোধ, দালালী সন্ত্রাস, চাঁদাবাজী মুক্ত ইউনিয়ন গড়তে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)