কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
এস আর সাঈদ:
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনে বর্তমান পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের নিকট থেকে উক্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক সাহা, যুগ্ম-সম্পাদক মদন সাহা অপু, দপ্তর সম্পাদক শিক্ষক সালাউদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম, পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবুল হোসেন, পৌর যুবলীগনেতা ইকরামুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে প ম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারী। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারী পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারী হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোট হবে ইভিএমে।