মেসির গোলে বার্সার জয়
স্পোর্টস ডেস্ক :
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে বুধবার মাঠে নেমেছিল বার্সেলোনা। রায়ো ভায়োকানোর বিপক্ষে এ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ দিকে লিওনেল মেসি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছে তারা। আর এতে কোপা দেল রে’র শেষ আটের টিকিট নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়ার পর এটাই ছিল মেসির প্রথম ম্যাচ। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সারির দল রায়ো ভায়োকানোর বিপক্ষে জয়টা সহজে পায়নি বার্সা।
শুরুতে অগোছাল থাকলেও ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছে বার্সেলোনা। ২০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। তবে সে যাত্রায় ডি ইয়ংয়ের শট ক্রসবারে লাগে। এর পরই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মেসির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক দিমিত্রেইভস্কি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বার্সেলোনা শিবিরে আবারো ভাগ্যের ফেরে গোল না পাওয়ার হতাশা যোগ হয়। এবার মেসির ডান দিক থেকে নেয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে।
আন্ডারডগ হয়ে খেলতে থাকা ভায়োকানো ম্যাচের ৬৩ মিনিটে গোল করে এগিয়ে যায়। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন আলভারো গার্সিয়া। অবশ্য ছয় মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন গ্রিজম্যান। তাকে বাধা দিতে এগিয়ে আসেন গোলরক্ষক। সুযোগ বুঝে ডানে বল বাড়িয়ে দেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। সেখান থেকে ফাঁকা গোলপোস্টে বল জড়ান মেসি।
এরপর দুর্দান্ত এক আক্রমণে ম্যাচের ৮০ মিনিটের মাথায় জর্দি আলবার বাড়ানো বল গোল করেন ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। এতেই ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়ে বার্সার। সেই সঙ্গে নিশ্চিত হয় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালও।