কালীগঞ্জ বিষ্ণুপুরে আমের মুকুলের মৌ ঘ্রাণে মুখরিত প্রকৃতি
কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুখরিত প্রকৃতি। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল, ফুটছে ফুল আর চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ।
এদিকে, ভাল ফলন পেতে চাষীরা ব্যস্ত রয়েছেন আম বাগান পরিচর্যায়।
বাগানের মালিকরা জানান, বাগানে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। মুকুল আসার আগে থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু হয়। মুকুল রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীধরকাটি গ্রামের বাগান মালিক সফিকুল ইসলাম বলেন, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে।
মিজানুর রহমান বলেন, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে আম চাষ করেই স্বাবলম্বী হওয়া সম্ভব।
চাষীরা জানান, গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর।