সরকারের কেনা ৫০ লাখ ভ্যাকসিন দেশে এসেছে
নিউজ ডেস্কঃ
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের (কোভিড-১৯) ৫০ লাখ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
সোমবার দুপুর ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ৫০ লাখ ডোজের প্রথম চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি অর্থায়নে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এই ভ্যাকসিন দেশে এসেছে।
জানা গেছে, ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ বিমানবন্দর থেকে সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে যাওয়া হবে। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে।
এর আগে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনার ৫০ লাখ ভ্যাকসিন সোমবার দেশে আসবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Please follow and like us: