শ্যামনগরে এসডিএফ সংস্থার উপজেলা অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত
এস এম সাহেব আলীঃ
২৫ জানুয়ারী ২০২১, সকাল ১০টায় শামনগর উপজেলা পরিষদ হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর পরিচালনায় সাস টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এসসিএমএফপি (কম্পোনেন্ট-৩) এর উপজেলা অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বে-সরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ব্যবস্থাপনায় কর্মশলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ১০৮ সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস.এম. জগলুল হয়দারা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ নারায়ন চন্দ্র মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, খুলনা বিভাগের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ সরোজ কুমার মিস্ত্রী, খুলনা আঞ্চলিক সমন্বয়কারী আঃ বারী আনছারী, শ্যামনগর থানার ওসি আলহাজ্ব নামজুল হুদা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমাল মন্ডল, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ক্ষুদ্র মৎস্যবীজি জেলে সমিতির শ্যামনগর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও এনজিও সমন্বয়কারী গাজী আল-ইমরান, সাংবাদিক মেহেদী হাসান মারুফ, সাংবাদিক মুনছুর আলম, সাংবাদিক শাহীন আলম সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, মৎস্যবীজি সমিতির সদস্যবৃন্দ, এসডিএফ সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের কর্তকর্তা-কর্মচারীবৃন্দ, কোষ্টগার্ড প্রতিনিধি, জেলে-বওয়ালীয়া প্রতিনিধি, উপকারভোগী সদস্য প্রতিনিধি, শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের স্টাফ বৃন্দ ও এসডিএফ সংস্থার ক্লাস্টার অফিসার হারুনার রশিদ সহ প্রমুখরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জনাব আব্দুল হাই সিদ্দিকী। হতদরিদ্র জেলেদের নিয়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১০টি গ্রামে জেলেদের নিয়ে প্রকল্পটি কাজ শুরু করেছে বলে কর্তৃপক্ষগণ জানিয়েছেন।
Please follow and like us: