শ্যামনগরে গাবুরায় ব্রতী সংস্থার মাধ্যমে ২৩ তম ফ্রি ভাসমান স্বাস্থসেবা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এস এম সাহেব আলীঃ
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে
ব্রতীর বাস্তবায়নে গাবুরায় (FHS) ভাসমান স্বাস্থ্যসেবা প্রকল্পের “মহিউদ্দিন নুর রাশিদা সেন্টারের” আওতায় ২১ জানুয়ারী ২০২১ তারিখে ২৩ তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাবুরার ৯ নং সোরা গ্রামের দৃষ্টিনন্দনে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ছিল বিভিন্ন বয়সের ৭০ জন রোগী তার মধ্যে নারী ৩৫ পুরুষ ১৯ শিশু ১৬ জন। রোগী দেখেন ডাঃ শেখ আরাফাত হোসেন MBBS। জ্বর, সর্দিকাশী, হাপানী, হার্টের সমস্যা, মেরুদন্ডে ব্যাথা, গলাব্যাথা, গ্যাস্টিক, আয়রনের ঘাটতিসহ বয়স্কদের হাড়, নিউরো ও বাত শিশুদের ভিটামিন ঘাটতি, চর্ম, পেটের পীড়া ও নারীদের বিভিন্ন ভিটামিনের ঘাটতি, ব্যাথা ও যৌন সমস্যা প্রধানত চিকিৎসা দেওয়া হয়। ১১ জন জটিল রোগীকে শারিরীক পরীক্ষার জন্য পাঠানো হয়। ৩৪জন গরীব ও দুস্থ্য রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়। রোগী দেখেন ডাঃ শেখ আরাফাত হোসেন MBBS।
স্বাস্থ্যসহকারী হিসাবে ছিলেন ভাসমান স্বাস্থ্যসেবার নিয়োগ প্রাপ্ত নার্স তামজিদা আক্তার সহ প্রকল্পের কর্মীগন।
মাসের চতুর্থ ক্যাম্প হবে ২৮ জানুয়ারী ডুমুরিয়া গ্রামে।
উল্লেখ্য নাবিকের সহায়তায় পরিচালিত ভাসমান এ স্বাস্থ্যসেবা প্রকল্পে জানুয়ারী ২ ০২১ থেকে প্রতি ইংরেজি মাসের ৭,১৪,২১ ও ২৮ তারিখে ধারাবাহিক ভাসমান ও স্থল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে (সরকারী ছুটির দিন ব্যাতিত)।
তাছাড়া স্থল ক্লিনিকে নার্সিং, শারিরীক পরীক্ষা, মা ও শিশু স্বাস্থ্য, কমিউনিটি ট্রেনিং,নদীতে ওয়াটার এম্বুলেন্স সেবা অব্যাহত থাকবে সর্বাক্ষন।