নৌকায় ভোট দিনঃকলারোয়ার পথসভায় আলহাজ্ব নজরুল ইসলাম
কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়া পৌর নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ একসারিতে দাঁড়িয়ে ভোট চাইলেন। উন্নয়ন, অগ্রগতি ও সেবামূলক পৌরসভা প্রতিষ্ঠায় নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহবান জানান নির্বাচনী পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, যারা আওয়ামী লীগ পরিচয় দিয়ে নৌকার বিপক্ষে কাজ করছেন তাদের ক্ষমা হবেনা। আজ সময় এসেছে দলীয় মীরজাফরদের চিহ্ণিত করবার। শুক্রবার বিকেলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য বি, এম নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলি, জেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম মাসুম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদুল ইসলাম সজীব, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মীর মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি।