সাতক্ষীরার তালায় আলোক সংস্থার গরু মোটাতাজাকরনের সার্টিফিকেট বিতরণ
জহর হাসান সাগরঃ
যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক বেসরকারী উন্নয়ন সংস্থা আলোকের উদ্যোগে ২৫ জন বেকার যুবক ও যুবতীদের গরু মোটাতাজা করনের ৭ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
আজ (২১জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার তালা উপজেলার নাংলা নতুন বাজার আলোকের কার্যালয়ে সংস্থার পরিচালক রাশিদুল ইসলামের সভাপতিত্বে সার্টিফিকেট বিতারন করা হয়। সার্টিফিকেট বিতারণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোক সংস্থার উপদেষ্টা উপদেষ্টা মোঃ হামিদুর রহমান,শেখ আবুল কাশেম,সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু, তুলি রানী দাশ,মীর শাহিন,নির্বাহী সদস্য ছাকিলা বেগম,গীতা রানী ভদ্র,সদস্য ইমরান খান,বিলকিস নাহার, মোঃ আবু রায়হান প্রমুখ।আলোচনা সভা ও সার্টিফিকেট বিতারন অনুষ্ঠানের আগে সংস্থার পরিচালক রাশিদুল ইসলাম করোনা ভাইরাসের কারনে সকলকে মাস্ক বিতরণ করেন।
উল্লেখ্য যে, আলোক সংস্থা ১৯৮৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে এই সংস্থাটি সুনামের সহিত সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Please follow and like us: