সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা
শহর প্রতিনিধি:
আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ০৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮জন প্রার্থীর মধ্যে ৩জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। সিবিআই তালিকাভুক্ত ব্যাংক ঋণের দায়ে ওই তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার।
বাদপড়া প্রার্থীরা হলেন ইটাগাছা পশ্চিম পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আব্দুর রশিদ, ইটাগাছা রাধানগরের মৃত মুজিবর রহমানের ছেলে মো. শফিউর রহমান শফি এবং ইটাগাছা পশ্চিমপাড়ার মো. আব্দুল্লাহ আল-মামুন।
তবে কাউন্সিলর পদে ০৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বর্তমান কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, এস.এম জাহানুর হুসাইন, মো. জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম ও মো. সাহাবুদ্দিন।
সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতে বেলা ১১টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার জনান, যে সমস্ত প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল করা হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।