সাতক্ষীরার ঝাউডাঙায় তিন দিনব্যাপি পৌষ মেলার সমাপ্তি
স্টাফ রিপোর্টারঃ
বাউল সঙ্গীত, আলোচনা সভা ও ধর্মীয়
যাত্রার মধ্য দিয়ে শনিবার সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা শ্মশান কালী মন্দিরে তিন দিনব্যাপি পৌষ মেলার সমাপ্তি হয়েছে।
আজ শনিবার বিকেলে বাউল সঙ্গীত পরিবেশন করেন পূর্ণ চন্দ্র সরকার। এরপর জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মণ্ডলের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী,
সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, পৌষ মেলা উদযাপন কমিটির আহবায়ক সুবীর ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঝাউডাঙার শ্মশানকালী পুজা উপলক্ষে তিনদিন ব্যাপি পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায়
সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষজন অংশ গ্রহণ করেছে। তাই এ মেলা প্রমাণ করে দিয়েছে বাংলা সংস্কৃতির ধারক ও বাহক এই মেলা। কালের আবর্তণে এ মেলা যাতে হারিয়ে না যায় সেজন্য
সকলকে আন্তরিক হতে হবে। রাতে তালা উপজেলার জালালপুরের মা অভয়া যাত্রাদলের বিশিষ্ঠ নট ও নাট্যকার সুভাষ দাস ও পূর্ণিমা ব্যাণার্জী অভিনীত ও বিশিষ্ঠ নাট্যকার রঞ্জন দেবনাথ রচিত মেঘে ঢাকা তারা মঞ্চস্ত করা হয়।