ভাগ্নের মৃত্যু সংবাদে ছুটে এসে ট্রেনের ধাক্কায় লাশ হলো খালা
নিউজ ডেস্কঃ
চুয়াডাঙ্গা জীবননগরে ভাগ্নের মৃত্যু সংবাদ শুনে ছুটে এসে শনিবার সকালে উথলী রেলস্টেশনের অদূরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বৃদ্ধা খালা রোমেলা খাতুন।
নিহত রোমেলা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিঁতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সেনেরহুদা গ্রামের বিশারত মণ্ডলের ছেলে জখম আলীর স্ট্রোক করে মারা যান। জখম আলী নিহত রোমেলা খাতুনের বড় বোনের ছেলে। ভাগ্নের মৃত্যুর সংবাদ শুনে সেনেরহুদা গ্রামে আসে রোমেলা খাতুন। শনিবার সকালে উথলী হাইস্কুল সংলগ্ন রেললাইন পার হতে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
Please follow and like us: