সাতক্ষীরা -খুলনা মহাসড়কে ট্রাক খাদে পড়ে দুইজন আহত
কিশোর কুমারঃ
সাতক্ষীরা খুলনা মহাসড়কের ট্রাক খাদে পড়ে ড্রাইভারও হেলপার গুরত্বর আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতের উদ্ধার করে সাতক্ষীরা শহরের হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৫জানুয়ারি) মহাসড়কের তালা উপজেলার শাকদাহ নামক এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল সাড়ে ৩টার দিকে মহাসড়কের শাকদাহ এলাকায় খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে ড্রাইভার ও হেলপার গুরত্বর আহত হয়। তারা আরও জানান, মহাসড়কের শাকদাহ যেন মৃত্যুকুপে পরিনত হয়েছে প্রতিনিহত এখানে বেড়ে চলেছে দূর্ঘটনা। কিছুদিন আগে এখানে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে পানিতে পড়ে ঘটনাস্থলে ২জন নিহত ও ১৫জন আহত হয়। গতকাল একই এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে পানিতে পড়ে ড্রাইভার আহত হয় ।
স্থানীয় বাসিন্দা সাইদুজ্জামান শুভ জানান, সড়কের দূর্দশা, চালকের অসর্তকতা ও রাস্তা সংষ্কারের কর্তৃপক্ষের দ্বায়িক্তহীনতা দূর্ঘটনার জন্য দায়ী। এজন্য সড়কে বেড়ে চলেছে মৃত্যু ঝুকি যে কারনে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রান।
পাটকেলঘাটা থানা পরিদর্শক ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, বিষয়টি শুনেছি দূর্ঘটনায় পতিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
Please follow and like us: