পাকিস্থানের রাষ্ট্রদুত রুহুল আলম সিদ্দিকী’র সাতক্ষীরায় আগমনে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের নিযুক্ত পাকিস্থানের রাষ্ট্রদুত রুহুল আলম সিদ্দিকী’র সাতক্ষীরায় আগমনে সংবর্ধনা প্রদান করেছে রসুলপুর যুব সমিতি।
বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ০৪টায় রসুলপুর
যুব সমিতি প্রাঙ্গণে রসুলপুর যুব সমিতির আয়োজনে সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় এনামুল হক মনি, রাষ্ট্রদুত রুহুল আলম সিদ্দিকী’র সহধর্মিনী রিমা আরা খানম, রসুলপুর যুব সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য শাহবাজ আলী খোকন, মোজ্ফ্ফাার হোসেন, লিয়াকত হোসেন অরুন, দিদারুল আলম জনি, আকাশসহ যুব সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য- বাংলাদেশ সরকারের নিযুক্ত পাকিস্থানের রাষ্ট্রদুত রুহুল আলম সিদ্দিকী’র শ^শুর বাড়ি রসুলপুর গ্রামে।
এসময় বাংলাদেশ সরকারের নিযুক্ত পাকিস্থানের রাষ্ট্রদুত রুহুল আলম সিদ্দিকী’র শ^াশুরী সাতক্ষীরা পৌরসভার প্রথম নারী কাউন্সিলর মরহুম
মার্জিয়া খানম’র নামে রসুলপুর যুব সমিতির জন্য একটি লাইব্রেরি করার ঘোষণা দেন এবং ক্লাবের
উন্নয়নকল্পে তার পরিবার ও ব্যক্তিগত উদ্যোগে সহয়োগিতা করার ঘোষণা দেন।