তালা হবে মাদক মুক্তঃ ভূমি কমিশনার এস. এম . তারেক সুলতান
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলাকে মাদক মুক্ত করতে চান সহকারী ভুমি কমিশনার এস এম তারেক সুলতান। মাদক সমাজের একটি ভয়বাহ অভিশাপ। বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো ট্রলারেস্ন নীতি ঘোষনার কারনে মাদকব্যাসায়ীও সেবনকারীদের রিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। আমি তালা উপজেলায় যোগদান করার পর উপজেলাকে মাদক মুক্ত করার চেষ্টায় সর্বদা সচেষ্ট রয়েছি।
আজ বুধবার (১৩জানুয়ারি)পাটকেলঘাটা বাজারে ভ্রাম্যমান আদালত চলাকালীন একথা গুলো বলেন। তিনি আরও বলেন , আজ সকালে উপজেলার পাটকেলঘাটা বাজারাস্থ ওভার ব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় মাগুরা গ্রামের উজ্জ্বল বিশ্বাস (৪০)নামে এক মাদক সেবীকে গাঁজাসহ আটকের পর তাকে ৭দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।
এ সময় তিনি জনসচেতনায় মাস্ক বিতরন ও করেনা সচেতনায় সরকারী বিধি না মানার কারনে কয়েকজনকে ১০০টাকা হারে জরিমানাও করেন। পরিশেষে তিনি সকলে মাদক ছেড়ে ভালো কাজে মনোনিবেশ করার আহবান জানান।
তালা থানা পরিদর্শক (ওসি)মেহেদি রাসেল জানান, দন্ডপ্রাপ্ত আসামী উজ্জ্বল বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হচ্ছে।
Please follow and like us: