জীবন্ত কই দাঁতে চেপে ডুব দিলেন তরুণ, গলায় আটকে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ
জীবন্ত কই মাছ ধরতে গিয়ে গলায় আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হরিকাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গফফার গাজি একজন জেলে। প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলেও স্থানীয় একটি খালে মাছ ধরতে যান তিনি। এ সময় একটি কই মাছ ধরতে গিয়েই বিপত্তি ঘটে। গফফার মাছটি ধরে মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে চেপে ধরেন। তারপর আরেকটি কই মাছ ধরার উদ্দেশ্যে ডুব দেন। ওই সময়ই দাঁত দিয়ে চেপে ধরে রাখা কই মাছটি মুখের ভিতরে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়।
পরে সে অসুস্থ হয়ে পড়লে, স্থানীয়রা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us: