শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে নিষিদ্ধ নেট জাল জব্দ
এস এম সাহেব আলী :
“নিষিদ্ধ জালের ব্যবহার রোধ করি, মৎস্য সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার ১২ জানুয়ারি শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিস ও বাংলাদেশ নৌ বাহিনী যৌথ অভিযানে খোলপেটুয়া নদীতে সকাল ৮টা হতে বেলা ১ টা পর্যন্ত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।
এ সময় মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল বেহুন্দী জাল, কারেন্ট জাল, মশারী জাল, জাল চর ঘেরা জাল, নেট জাল , খুটি জাল ইত্যাদি নির্মুলের উদ্দেশ্যে, এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযান পরিচালেনা কালে ৫০০০ মিটার নেট জাল জব্দ করা হয়। বুড়িগোয়ালিনী নৌ থানার খাটে জব্দকৃত জাল আগুনে পড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সংরক্ষণ আইনে এসব জাল ব্যবহার সম্পুর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।
এ সময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার উপস্থিত ছিলেন।
Please follow and like us: