বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শহর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল। মঙ্গলবার বিকালে শহরের পোস্ট অফিস মোড় থেকে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সাতক্ষীরা সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশী, আবু রায়হান, আল আমিন হোসেন, সদস্য সচিব শাহিন ইসলাম, সদস্য শামীম হোসেন, আরিফুল ইসলাম, সুমন হোসেন, নয়ন ইসলাম প্রমুখ।
Please follow and like us: