দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবরের রহমানের দায়িত্ব গ্রহন পরবর্তী প্রথম সভা
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের দায়িত্বভার গ্রহন পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক উন্নয়ন সমন্বয় সভাটি তার দায়িত্বভার গ্রহন পরবর্তী সভা হিসেবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সভায় মাননীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ওসি’র প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, মৎস্য অফিসার বদরুজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মুজিবর রহমান আগামীতে সার্বিক কর্মকান্ডে সকল দপ্তরের অফিসারদের সহযোগীতা কামনা করেন এবং সকল অফিসারদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারও আলহাজ্ব মুজিবর রহমানের সহযোগীতা কামনা করেন।
এ সময় করোনার ভ্যাকসিন প্রাপ্তি এবং উপজেলা পর্যায়ে ফ্রন্টলাইনার্সদের মাঝে ডিট্রিবিউসন বিষয়েও আলোচনা হয়। এছাড়া সভা শেষে এডিপি’র অর্থ থেকে উপস্থিত সকল দপ্তরের অফিসারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
Please follow and like us: