বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন শুরু
ডেস্ক নিউজ:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ম্যারাথনের উদ্বোধন করেন।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে সকাল সাড়ে ৬টার দিকে ম্যারাথন শুরু হয়। এটি শেষ হবে হাতিরঝিলে।
ম্যারাথনে অংশ নিচ্ছেন কেনিয়া, ফ্রান্স, স্পেন, মরক্কো, ভারত, নেপালসহ ১৩টি দেশের ৩৫ জন অ্যাথলেট। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি দৌড়বিদরাও।
ফুল ম্যারাথন হবে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের, যা আর্মি স্টেডিয়াম, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) ও গুলশান হয়ে হাতিরঝিলে পাঁচ চক্কর দিয়ে শেষ হবে। ফুল ম্যারাথনে দৌড়াচ্ছেন ১০০ জন অ্যাথলেট। এতে বাংলাদেশের ৭১ জন, এলিট বিদেশি ১৭ এবং সার্ক বিদেশি রানার রয়েছেন ১২ জন।
একই স্টেডিয়াম থেকে সকাল পৌনে ৭টার দিকে শুরু হয় হাফ ম্যারাথন। এটি একই রুটে ২১ দশমিক ৯৭ কিলোমিটারের হচ্ছে। প্রায় একই হলেও হাতিরঝিলে হাফ ম্যারাথন শেষ হবে দুই চক্করে। ১০১ জনের অংশগ্রহণে এই ইভেন্টে অংশ নেন ৯৫ জন বাংলাদেশি ও ছয়জন বিদেশি।