কলারোয়ায় স্কুল ভবনসহ গ্রামীণ সড়ক উদ্বোধন করলেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ 

কলারোয়া প্রতিনিধিঃ

কলারোয়ার ৬৬ নং বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনসহ হেলাতলা ইউনিয়নের ২ টি গ্রামীণ সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য
অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

আজ রোববার এ উপলক্ষে পৃথক ৩ টি স্থানে তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

সূত্র জানায়, কলারোয়ার সীমান্তবর্তী বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হেলাতলা-দামোদরকাটি ও হেলাতলা-রায়টা সড়কের উদ্বোধন করা হয়। বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য লিয়াকত আলির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি বিশ্বাস, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, আ’লীগ নেতা হারুন-অর-রশিদ, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, এশিয়ান টিভির
কলারোয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, ইউপি সদস্য অলিয়ার রহমান, জিবি সদস্য মাস্টার আলমগীর আজাদ, প্রভাষক ফারজানা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক তহমিনা পারভীন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)