আশাশুনিতে ভূমিহীনদের ঘর নির্মান কাজ পরিদর্শনে ইউএনও
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলায় ভূমিহীনদের জন্য সরকারি ভাবে নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ঘরের কাজ দেখতে যান।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছেন। এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বুধহাটা ইউনিয়নে ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের (জমি নাই, ঘর নাই) জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মানের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। কাজের অগ্রগতি, গুণগত মান ও
সার্বিক অবস্থা দেখতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের
জন্য উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা আজ শুক্রবার বুধহাটা ইউনিয়নের বেশ কিছু নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।
এসময় তিনি যাদের জন্য ঘর নির্মান করা
হচ্ছে তাদের সাথে কথা বলেন, কাজের বিভিন্ন দিক
বুঝিয়ে কথা বলেন এবং কাজের ত্রুটি না থাকে
সেব্যাপারে কাজ দেখে নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ প্রদান করেন।