দেবহাটায় গাঁজা বিক্রিকালে যুবক গ্রেপ্তার
Post Views:
৮১১
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটায় গাঁজা বিক্রিকালে ইব্রাহিম মোড়ল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বেজরআটি গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিলো সে।
গত বুধবার রাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব সাহার নের্তৃত্বে এসআই নয়ন চৌধুরী, পিএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা জগন্নাথপুর পানির কল এলাকা থেকে ২০ পুরিয়া গাঁজাসহ ইব্রাহিম মোড়লকে গ্রেপ্তার করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-০২) দায়ের পরবর্তী বিচারার্থে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।