দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে পদ্মপুকুরে নারী স্বেচ্ছাসেবকদের কর্মশালা শুরু
নিজস্ব প্রতিনিধিঃ
দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে শ্যামনগরের পদ্মপুকুরে নারী স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) পদ্মপুকুর ইউনিয়নের ১৭৯নং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্যোগে এই কর্মশালা শুরু হয়।
এতে শ্যামনগর উপজেলা সিপিপির টিম লিডার ও জেলা পরিষদের সদস্য শেখ মাকছুদুর রহমান মুকুল, পদ্মপুকুর ইউনিয়ন টিম লিডার জি এম মহিবুল্লাহ, ভুরুলিয়া ইউনিয়ন টিম রফিকুজ্জামান মুন্না, ১৭নং ইউনিট টিম লিডার জি এম আল আমিন, ১৪নং ইউনিটের স্বেচ্ছাসেবক জি এম মাসুম বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সিপিপির সহকারী পরিচালক মামুনার রশিদ বলেন, দুর্যোগে সিপিপির সদস্যরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় তা অনস্বীকার্য। পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অনেকাংশে বেশি। তারা নারী ও শিশুদের পাশে সহজে দাঁড়াতে পারে। নতুনদের ভালো ভাবে প্রস্তুত হতে হবে যাতে যে কোন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো যায়।