সাতক্ষীরা তালার শিক্ষার্থী তৈয়বুর রহমান ব্রেইন টিউমারে আক্রান্তঃবাঁচার আকুতি
ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরার তালায় তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তৈয়বুর রহমান(১৭) ব্রেইন টিউমারে আক্রান্ত।
সে তালা উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের দিনমজুর রফিক মোড়লের একমাত্র সন্তান। পিতা মাতা অর্থের অভাবে তাকে উন্নত চিকিৎসা করাতে পারছেনা। তাই বাঁচার আকুতির জন্য স্ব-হৃদয় ব্যক্তি বর্গের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। পিতা রফিকুল ইসলাম জানান, তার ছেলে ৪ বছর ধরে অসুখে ভূগছে। ২০১৬ সালে প্রথমে তার খিচুনি শুরু হয়। বিভিন্ন জায়গায় গিয়ে ডাক্তার কবিরাজ দেখিয়েছি । কোন কাজ না হওয়ায় খুলনার মৃগী রোগ বিষেশজ্ঞ ডাঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু কোন ভাল ফলাফল পাওয়া যায়নি।
পরে ২০১৯ সালে ডিসেম্বর মাসে খুলনার নিউরো সার্জন ডাঃ আঃ ছালাম কে দেখালে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করলে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য তৈয়বুরকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটালে রেফার্ড করেন । অর্থের অভাবে ও করোনার কারনে চিকিৎসা করানো সম্ভব হয়নি।
গত ২০২০ সালের ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তৈয়বুরকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটালে ডাঃ মিজানুর রহমান কে দেখানো হয়। তিনি পরীক্ষা নিরিক্ষা করে নিশ্চিত হন তার ব্রেইন টিউমার। চিকিৎসক দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। এর জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। অসহায় পিতার একার পক্ষে চিকিৎসা ভার নির্বাহ করা সম্ভব হচ্ছেনা । তাছাড়া এর আগে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এখন পাগলপ্রায় পিতা। বর্তমানে ছেলে তৈয়বুরের অপারেশনের এত টাকা জোগাড় করা তার পক্ষে মোটেই সম্ভব নয়বলে জানিয়েছেন তার পিতা দিনমজুর রফিক। তাই সমাজের বিত্তবান ও স্ব-হৃদয় ব্যক্তিবর্গসহ সকল শ্রেনির মানুষের কাছে মানবিক সাহায্য কামনা করছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা পিতা- মোঃ রফিক মোড়ল, বিকাশ নাম্বার-০১৯১৬০৫৩৬৫৩ যোগাযোগ তৈয়বুর রহমান-০১৪০৯০৭৬৭৬০। এ ব্যাপারে বিদে স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগন তার জন্য সকলের কাছে সাহায্যসহ দোয়া প্রার্থনা করেছেন।