চালু হচ্ছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল
নিউজ ডেস্কঃ
সুন্দরবন টেক্সটাইল মিলের মজুরি নির্ধারণের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সুন্দরবন টেক্সটাইল মিলস গেট চত্ত্বরে সিবিএ’র সাবেক সভাপতি আবুল হোসেন খোকনের সভাপতিত্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিবিএ‘র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্রমিক নেতা শেখ হারুন উর রশিদ।
বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, এস এম আবুল কালাম আজাদ, রেজাউল হক রেজা, স্থানীয় জাতীয় পার্টির নেতা আবেদার রহমান, যুগ্ম সম্পাদক পিকলুর রহমান, দপ্তর সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, সদস্য রজব আলী, আব্দুর রাজ্জাক, নূরুল ইসলাম, মুনসুর আলী, আব্দুল আহাদ, নওশের আলী, চিত্তরঞ্জন সানা প্রমূখ।
সভায় জানানো হয়, মাসিক ১ লক্ষ ৮৬ হাজার টাকা ভাড়ায় মিলটি চালু করার জন্য নারায়নগঞ্জের তামিম এন্টারপ্রাইজের সাথে সরকারের চুক্তি হয়েছে।
সভায় বক্তারা বলেন, অতীতে মিল লীজ নিয়ে কয়েক মাস পর ব্যাংক থেকে মোটা অংকের টাকা নিয়ে অন্য স্থানে মালিক পক্ষ ব্যবসা বাণিজ্য করে।
সভায় ন্যূনতম দৈনিক শ্রমিক মজুরি ৩০০ টাকা নির্ধারণের জন্য মালিক পক্ষের প্রতি সাবেক নেতৃবৃন্দ আহ্বান জানান।