কুল্যায় বিষ প্রয়োগে দু’লক্ষাধিক টাকার মাছ নিধন
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে দু’টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাতের এ বিষ
প্রয়োগের ঘটনা ঘটে। আগরদাড়ী গ্রামের আব্দুল আলেক সরদারের ছেলে বাংলাদেশ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মেজবাউল আলম একই গ্রামের মৃত নিজামউদ্দীন সরদারের ছেলে আব্দুর রহিম ও মৃত তছিমউদ্দীন গাজীর ছেলে আবু বক্করকে আগরদাড়ী
বিলে জমি ও অর্থ দিয়ে দুটি ঘেরে মাছ চাষের ব্যবস্থা করেন। আড়াই বিঘা ও ১৯ বিঘা জমির ঘের দু’টিতে তারা সাদা মাছ চাষ করেন। রাতের আঁধারে কে বা কারা মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে।
আজ শনিবার ভোরে মৎস্য ঘেরে মাছ ভাসতে দেখে বিষ প্রয়োগের ঘটনা জানতে পারেন।
বিষক্রিয়ায় রুই, কাতলা, ভেটকি, সিলভার কার্পসহ
বিভিন্ন প্রজাতির ২ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। ২০/২৫ দিন আগেও একই ঘেরে বিষ দেওয়ার ঘটনা ঘটেছিল।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।