কলারোয়া পৌরসভা নির্বাচন: মেয়র ৫, সাধারণ ৪০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কামরুল হাসানঃ
কলারোয়া পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার(৩১ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৩, সাধারণ কাউন্সিলর পদে ১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবমিলিয়ে মনোনয়নপত্র জমা পড়লো ৫৮ টি। এরমধ্যে মেয়র ৫, সাধারণ কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উৎসবমুখর পরিবেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু প্রমুখ।
এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম। অপরদিকে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্র জানায়। উল্লেখ্য, ৩০ জানুয়ারি’২০২১ কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে পৌরসভার ২১ হাজার ৩শ’ ১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Please follow and like us: