ডুমুরিয়া মুন লাইট ক্লাব আয়োজিত ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ইলেভেন স্টারকে পুরস্কার বিতরণ
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনা ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা চত্বরে মুন লাইট ক্লাব আয়োজিত ১৬ দলীয় শর্ট পিচ শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টে ইলেভেন স্টার চ্যাম্পিয়ান মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ খেলা শুরু হয় আর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। নক আউট পর্বের এ খেলায় চুড়ান্ত পর্বে অংশ গ্রহন করে ডুমুরিয়া ইলেভেন স্টার ও এল টি এক্স আই ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ইলেভেন স্টার নির্ধাতি ৬ ওভারে ৬৩ রান করে।
জবাবে এল টি এক্স আই নির্ধারিত ৬ ওভারে মাত্র ৪৪ রান করে। ৪০ রানের ঝরো ইনিংস খেলে বিজয়ী দলের সুজন ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অপ দ্যা সিরিজ নির্বাচিত হন সাগর।অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সদর আ’লীগের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার, মাসুদ রানা নান্টু ও ইসমাইল হোসেন বিশ্বাস। সভাপতিত্ব করেন জামিল আক্তার লেলিন।
মুন লাইট ক্লাবের মিজান বিশ্বাস, মুরাদ বিশ্বাস, মাহাবুর রহমান, মেহেদী হাসান, ওহিদুজ্জামান আকাশ, বাহারুল ইসলাম, সেতু সরদার, আকবর হাওলাদার, এনামুল মোড়ল এর সার্বিক সহযোগিতায় আছাদুজ্জামান মিন্টুর উপস্থাপনায় জামিল আক্তার লেলিনের সভাপতিত্বে পুরস্কার বিতরন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, প্রভাষক আব্দুল কাইয়ূম জমাদ্দার, আলহাজ্ব মনিরুজ্জামান, জাহাঙ্গীর বিশ্বাস, মাওঃ আব্দুর রাজ্জাক, সুমন সরদার, নজরুল সরদার, রত্না পারভীন প্রমুখ।
Please follow and like us: