টেস্টের নতুন নাম্বার ওয়ান উইলিয়ামসন
স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই এক নম্বর ব্যাটিং র্যাংকিংটি দখল করে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে তার রাজত্ব এবার নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ২১ রান করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার একদিন পরই সুখবর পেলেন এই ব্যাটসম্যান। এর আগে দ্বি-শতক হাঁকিয়ে ৮৭৭ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের তিনে ছিলেন উইলিয়ামসন। এবার ৮৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
মূলত র্যাংকিংয়ের শীর্ষে থাকা স্মিথ ও ও দুইয়ে থাকা কোহলির ব্যর্থতা উইলিয়ামসনকে এগিয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে ২ রান এবং দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৮ রান করেন স্মিথ। এমন ব্যর্থতায় সোজা তিন নম্বরে চলে গেছেন তিনি। এই ব্যাটসম্যানের বর্তমান রেটিং পয়েন্ট ৮৭৭।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন কোহলি। সেই এক ম্যাচের দুই ইনিংসে ৭৮ রান করেন কোহলি। ৮৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভারত অধিনায়ক।