কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা: মেয়র পদে ২, সাধারণ ২৬, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২
কামরুল হাসানঃঃ
কলারোয়া পৌরসভার ৩০ জানুয়ারির নির্বাচনে বুধবার (৩০ ডিসেম্বর) মেয়র পদে ২, সাধারণ কাউন্সিলর পদে ২৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার বেলা ১২ টার দিকে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর মনেনানয়নপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের কাছে জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সম্পাদক শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, শেখ ফিরোজ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সরদার আনসার আলী, মফিজুল হক, স্বেচ্ছাসেবক লিগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না প্রমুখ।
এর পর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক পৌর মেয়র আকতারুল ইসলামের সহধর্মিণী মিসেস নার্গিস সুলতানা। মনোনয়পত্র জমা দেন পৌর সভার ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাঃ ফারহানা হোসেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার পর্যন্ত মেয়র পদে ২, সাধারণ কাউন্সিলর পদে ২৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পৌরসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি’২০২১ কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে পৌরসভার ২১ হাজার ৩শ’ ১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ।
Please follow and like us: