কলারোয়ায় আওয়ামী লীগের গনতন্ত্রের বিজয় দিবস উদযাপন
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা আওয়ামী লীগ ‘গনতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়৷
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গনতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের শান্তিপূর্ণ অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। এ কারণে ৩০ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ দিবসটি উদযাপন করেছে।
গণতন্ত্রের বিজয় দিবসের সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম, মফিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, সরদার আনসার আলী, জাহাঙ্গীর হোসেন, মফিজুল হকসহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ৷
Please follow and like us: