সাতক্ষীরা পৌরসভা পিসক্লাব সদস্যদের ৩দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপনী
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা পৌরসভা পিস ক্লাব সদস্যদের ৩দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকাল ২টায় পৌরসভা পিস ক্লাবের আয়োজনে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।
এসময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়ামের ফিল্ড অফিসার মনিরা সুলতানা। পৌরসভা পিস ক্লাবের সভাপতি জাহিদা জাহান মৌ, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য শিরিন আক্তার, হুমায়রা ফারজানা, সুরাইয়া ইসমিন, হাফিজা আফরোজ, তারিশা তাছমিন, শেখ শরিফ হাসান, পল্লবী সরকার, আবু নাঈম, মোস্তাকিম হোসেন সোহান প্রমুখ। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন আয়শা বিনতে আহমেদ ও মো: রাশেদুজ্জামান।
প্রশিক্ষণে পিস ক্লাবের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি উগ্রপন্থা প্রতিরোধে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।