আশাশুনিতে ৫ দফা দাবীতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্মারকলিপি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের উদ্যোগে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়।
তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যুনতম বেতন গ্রেড ১২ তম এবং পর্যায়ক্রমে ১০ম গ্রেডে উন্নীত করা, শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে অফিস সুপার/প্রশাসনিক কর্মকর্তা/হিসাব রক্ষণ কর্মকর্তা ও পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নেওয়া, শিক্ষামন্ত্রণালয়ের প্রণীত চাকুরি বিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখাসহ ৫ দফা দাবী দাবীতে এ স্মারক লিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা স্মারক লিপি গ্রহণ করে যথা সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরন করবেন বলে আশ্বাস প্রদান করেন। এরপর অফিসা সহকারীরা মানববন্ধন করেন এবং আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা করেন। পরিষদের সভাপতি আজমল হুসাইনের সভাপতিত্বে সভায় সেক্রেটারী ইয়াছিন আলি, কোষাধ্যক্ষ এবিএম ফেরদাউস, আল মামুন, শরিফুল ইসলাম, আছাদুজ্জামান চৌধুরী, শাহরিনা সিরাজ, পঙ্কজ কুমার, হারুনর রশিদ, দিনেশ সরকার, আলমগীর কবির, বিকাশ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।