জননেত্রী শেখ হাসিনা নৌকা দিলেন কলারোয়ার মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে
কামরুল হাসানঃ
কলারোয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নাম ঘোষণা দিলেন। কেন্দ্রীয়ভাবে তাঁকে নৌকার মাঝি হিসেবে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে।
শনিবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে-কলারোয়া থেকে আওয়ামী লীগের একাধিক নেতার নাম কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়া হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ও কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের নাম দেয়া হয়। পর্যায় ক্রমে ওই তিন নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন। তাদের মধ্যে যোগ্য প্রার্থী হিসাবে শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ এক বার্তায় কলারোয়া পৌরসভায় দলীয় নৌকার প্রার্থী হিসাবে প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের নাম ঘোষণা করেন। এ তথ্য রাতে ফেসবুকের মাধ্যমে প্রকাশ হওয়ায় কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মিষ্টি বিতরণ করে দলীয় নৌকার প্রার্থী মাস্টার মনিরুজ্জামানকে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থী হিসাবে মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে নৌকা প্রতীক দেওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন- সকল ভেদাভেদ ভুলে সকল আওয়ামী লীগ নেতা-কর্মীকে একতাবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য- আগামি ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তফসিল ঘোষণা করা হয়েছে।
Please follow and like us: