বনানীতে শায়িত হবেন অভিনেতা আবদুল কাদের
বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। ‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র ‘বদি’ চরিত্রের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
শনিবার বাদ মাগরিব রাজধানীর বনানীতে সমাহিত করা হবে জনপ্রিয় এ অভিনেতাকে।
এ অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বলেন, দুপুরের মধ্যেই হাসপাতাল থেকে আবদুল কাদেরের মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর ডিওএইচএসে। সেখানেই পরিবার নিয়ে বাস করতেন তিনি। ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।
তিনি আরো বলেন, কয়েকটি প্রতিষ্ঠান থেকে বাবার মরদহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি সময় ও সুযোগ হয় তবে বাবার কর্মস্থল হিসেবে সেসব প্রতিষ্ঠানে তার মরদেহ নেয়া হতেও পারে। জানাজাও অনুষ্ঠিত হতে পারে।
এদিকে আবদুল কাদেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে।
আবদুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আবদুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন।