কলারোয়ার দুই যুবক বিদেশি মদসহ শার্শায় আটক
Post Views:
৭১১
কামরুল হাসানঃ
কলারোয়ার দুই যুবককে বিদেশি মদসহ যশোর জেলার শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছে।
আজ শনিবার দুপুরে ৫ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ ফারুক হোসেন আনছারী রাজু (৩৮) ও সালাহউদ্দীন বাপ্পি (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন মাদক পাচারকারীরা মটরসাইকেলযোগে মদ নিয়ে শার্শার সীমান্তবর্তী ভবানীপুর পাকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে তাঁর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের আয়ুব হোসেন আনছারীর ছেলে ফারুক হোসেন আনছারী রাজু এবং গোয়ালপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সালাহউদ্দীন বাপ্পিকে আটক করা হয়। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে ।