সাতক্ষীরার শ্যামনগরে কিবরিয়ার অসাধারণ আবিষ্কার “বোতল লক”
এস এম সাহেব আলীঃ
প্রতিভা মানুষকে নিয়ে যেতে পারে
এমনি বিশ্বাস রেখে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ভামিয়া গ্রামের আব্দুল হক শিকদারের পুত্র কিবরিয়া অসাধারণ তালাচাবি আবিষ্কার করেছে বর্তমানে বাসা বাড়িতে এই তালাচাবি ব্যবহার হতে দেখা যায। কিবরিয়ার আবিষ্কার বোতল দিয়ে বাসাবাড়িতে টাটের দরজায়, বারন্দার দরজায় বোতল লকের ব্যবহার করা হয়। বিষয়টি এলাকায় সর্বত্রে আলোচনা সমালোচনা চলছে।
সরে জমিনে গিয়ে দেখা যায় , প্লাস্টিকের বোতল দিয়ে বারন্দায় কাটের দরজায় তালাচাবি তৈরি করছে কিবরিয়া। বোতল একদিকে দরজার আর একদিকে বোতলের মুখ। দরজা বন্ধ করার সময়ে বোতলের মুখটি আটকে দিলে লক হবে। যখন খুলবে ঠিক তখনি মুখ থেকে পেচটি খুলে দিলে তালাচাবি খুলে যাবে।
কিবরিয়ার আবিষ্কারকে এলাকার সুধী মহল সাধুবাদ জানায়। বিষয়টি দেখার জন্য অনেকে কিবরিয়ার নিকট আসছে, জানছে।