কলারোয়া পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
Post Views:
৭১৯
কামরুল হাসানঃ
কলারোয়া পৌর নির্বাচনে অতীতের সব রেকর্ড ভেঙে প্রার্থী তালকায় নাম লেখাচ্ছেন প্রায় অর্ধশতাধিক প্রার্থী । ইতোমধ্যে মেয়র পদে-৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন ও সংরক্ষিত ৩ টি আসনে নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী
আজ বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন-মেয়র পদে সাবেক মেয়র গাজী আক্তারুল,
সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলামের সহধর্মিণী নার্গিস সুলতানা এবং শেখ শরিফুজ্জামান। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে (১,২,৩) এ মোছাঃ ফারহানা হোসেন, রেজওয়ান আক্তার, নাজমা বেগম, সালমা আক্তার, সংরক্ষিত আসন (৪,৫,৬) এ খালেদা আক্তার, সেলিনা পারভীন, সন্ধ্যা রানী বর্মণ, রেশমা খাতুন এবং সংরক্ষিত আসন (৭,৮,৯) এ দিথী খাতুন, হাসিনা আক্তার, জাহানারা, রুপা খাতুন, শাহানাজ খাতুন। এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পদে-তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ডে-এসএম মফিজুল হক, জিএম শফিউল আলম, মেহেদী হাসান, আসাদুজ্জামান আসাদ, রহমতুল্লাহ গাজী, তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ডে শেখ বদিউজ্জামান, তুহিন হোসেন, আব্দুল হাকিম, এসএম কামরুজ্জামান, গদখালী ৩নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, এএসএম এনায়েতুল্লাহ খান, আসাদ খান, মোজাহিদুল ইসলাম, ঝিকরা ৪নং ওয়ার্ডে মেজবাহ উদ্দীন, আমানুল্লাহ, মাগফুর রহমান রাজু, শরিফুজ্জামান, ঝিকরা ৫নং ওয়ার্ডে শেখ জামিল হোসেন, সঞ্জয় সাহা, গোপিনাথপুর ৬নং ওয়ার্ডে আলফাজ উদ্দীন, আবু জাফর সরদার, শফিউদ্দিন বিশ্বাস, আক্তারুল ইসলাম, মুরারীকাটি ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, আজিজুর রহমান, আরিজুল মোড়ল, সাইদুর রহমান মল্লিক, মুরারীকাটি ৮নং ওয়ার্ডে ইমাদুল ইসলাম, শেখ আব্দুস সাত্তার, মোস্তাফিজুর রহমান, গোষ্ট চন্দ্র পাল, আবজাল হোসেন, মাফজুর রহমান, মির্জাপুর ৯নং ওয়ার্ডে আকিমুদ্দীন আকি, শওকত হোসেন, রুহুল কুদ্দুস, আঃ লতিফ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান-বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে-৬, সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৩ ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।