শ্যামনগরে ধর্ষণ চেষ্টার মামলা না হলে গৃহবধূর আত্মহত্যার হুমকি
আসাদুজ্জামান:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক গৃহবধূর ধর্ষন চেষ্টার মামলা থানা কর্তৃক রেকর্ড না করায় তিনি আত্মহত্যা করবেন বলে হুশিয়ার দিয়েছেন। তিনি বলেন ‘আমার দায়ের করা ধর্ষন চেষ্টার মামলা রেকর্ড না করা হলে আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হবো’। এ ঘটনায় শুরু হয়েছে তোলপাড়।
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর গ্রামের মাটি শ্রমিক ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করে বলেন, গত ২০ ডিসেম্বর রাতে সোহরাব হোসেন ও নুর ইসলাম নামের দুই ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করে। তারা তার পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং দেহের বিভিন্ন অঙ্গে দাঁত বসিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরদিনই তিনি এ বিষয়ে থানায় মামলা দিলেও তা এখন পর্যন্ত রেকর্ড করা হয়নি। তিনি সেই থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন জানিয়ে তিনি বলেন আমি গরিব মানুষ। মামলা না হলে তিনি আত্মহননে বাধ্য হবেন ।
মামলার বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।