আশাশুনিতে দু’টি মোবাইল কোর্টে ৩৩০০ টাকা জরিমানা আদায়
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে পৃথক দু’টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় ৩ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীউলা ও আশাশুনি সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সকাল ১১.৩০ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক পরিধান না করায়, মূল্য তালিকা না
থাকায় এবং মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৪ টি মামলায় ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
অপরদিকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা আশাশুনি সদরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক পরিধান না করায় ০৩টি মামলায় ১৩০০ টাকা জরিমানা করা হয়।