দেবহাটায় আশ্রায়ন প্রকল্পের বাসগৃহ নির্মানকাজ পরিদর্শনে টাষ্কফোর্স কমিটি
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় জমি নেই, ঘর নেই শ্রেনীর গৃহহীন ২৯ পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে নির্মানাধীন বাসগৃহের নির্মান কাজ পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা টাষ্কফোর্স কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার শশাডাঙ্গা গ্রামে নির্মান কাজ চলমান এসব বাসগৃহের নির্মানকাজ পরিদর্শন করেন নেতৃবৃন্দরা।
এসময় দেবহাটা উপজেলা টাষ্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সার্ভেয়ার সাইদুর রহমান, ইউপি সদস্য বিকাশ সরকার, প্রেম কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রত্যেকটি বাসগৃহের নির্মানকাজ ঘুরে ঘুরে দেখেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। একইসাথে দ্রুততার সাথে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মানকাজ সম্পন্নের মধ্য দিয়ে সুষ্ঠভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।