তথ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন দেবহাটা প্রেসক্লাবের খায়রুল আলম
Post Views:
৬৪৯
মোমিনুর রহমানঃঃ
কৃষিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের ওপর গবেষনা ও সংবাদ প্রকাশের জন্য সম্মাননা পেয়েছেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম।
আজ শনিবার ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো-কোঅপারেশন, নরেক এবং বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত দুইটি গবেষণার ফলাফল উপস্থাপন ও সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলমসহ দেশের মোট ৯জন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল সংবাদকর্মীদের হাতে ক্রেষ্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক (মাঠ সেবা শাখা) মাহফুজ হোসেন মৃধা, ইকো কো-অপারেশন এর হেড অব প্রোগ্রামস্ আবুল কালাম আজাদ এবং দি লেপসী মিশনের কান্ট্রি ডিরেক্টর সলোমন সুমন হালদার।
পুরস্কারপ্রাপ্ত সংবাদকর্মীরা হলেন, টিভি রিপোর্টিং ক্যাটাগরিতে চ্যানেল-২৪ এর প্রতিবেদক হাসনাত রাব্বী (প্রথম স্থান), বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক আফরিন জাহান এবং ডিবিসি টেলিভিশনের প্রতিবেদক তাহসিনা সাদিক যৌথভাবে (দ্বিতীয় স্থান), যমুনা টেলিভিশনের প্রতিবেদক রামিজ আহসান এবং জিটিভি’র প্রতিবেদক ফেরদৌস আরেফিন যৌথভাবে (তৃতীয়স্থান) অধিকার করেছেন। অন্যদিকে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে আমাদের সময় পত্রিকার প্রতিবেদক এম এইচ রবিন, দেশ রুপান্তরের প্রতিবেদক মো. আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক নিজামুল হক বিপুল, ভোরের কাগজের প্রতিবেদক শেখ মাহতাব হোসেন, দৈনিক বিজয় বাংলাদেশ এর প্রতিবেদক মীর খায়রুল আলম এবং ফ্রিল্যান্স সাংবাদিক রতন মালেককেও পুরস্কার প্রদান করা হয়।
এদিকে সম্মাননা পাওয়ায় দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ সকল নেতৃবৃন্দরা মীর খায়রুল আলমকে অভিনন্দন জানিয়েছেন।