সাতক্ষীরায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনির
আসাদুজ্জামানঃ
বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করছে। বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোন হাত নেই বলে
জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনির।
২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের
সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোন বিরোধী দলীয় নেতা যাতে আর এ ধরনের হামলার শিকার না হয় সে জন্য কাজ করছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১৮ জনের
স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। এ সংক্রান্ত বিস্ফোরক ও অস্ত্র আইনের মামলাও চলতে এখন আর কোন বাঁধা নেই।
তিনি বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছিল। এসময় গুলি ও বোমা বিস্ফোরিত হয়। এ মামলা খারিজ হয়ে গেলেও ২০১৪ সালে সেটি পুনরুজ্জীবিত হয়ে এখন স্বাক্ষ্য পর্যায়ে রয়েছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ২০০২ সালের ২৬ আগস্ট কলারোয়ার হিজলদীতে গনধর্ষনের শিকার মুক্তিযোদ্ধাপত্নী মাহফুজা খাতুনের মামলাটিও খারিজ হয়ে যায় এবং সব আসামী খালাস পেয়ে যায়। এর বিরুদ্ধে তৎকালীন সরকার কোন আপিল না করলেও ধর্ষনের শিকার মাহফুজা খাতুন আপিল করেন।
মামলাটি পুনরুজ্জীবিত করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ,
সহকারি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহীন মৃধা, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবি মোহাম্মদ হোসেন ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।