মহান বিজয় দিবসে সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:

মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বিজয় দিবসের আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ, মোঃ আনিছুর রহমান, মোঃ আবুল খায়ের, মোঃ হাবিবুল্লাহ, দিপাসিন্ধু তরফদার, ফিরোজা আফরোজ, সুলতানা পারভীন, মোঃ শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, মমতাজ হোসেন প্রমুখ। আলোচনা সভায় প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। আমাদের সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের সার্থকতা সেখানেই, বঙ্গবন্ধুর যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে।’ আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ ম-ল ও মোঃ আনিছুর রহমান।

মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গাজী মহব্বত হোসেন, কানাইলাল মজুমদার, মোঃ ইয়াহিয়া ইকবাল, রেজাউল ইসলাম, মাহমুদুল হাসান খান, নার্গিস আরা, দিব্যেন্দু সরকার, শ্যামল কুমার দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন।

মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মশিউর রহমান। বক্তব্য রাখেন রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর মোঃ আবুল কালাম আজাদ, পদার্থ বিভাগের ইন্সট্রাক্টর মোস্তফা বাকী, ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আব্দুল আনাম, ধর্মদাশ সরকার, রঞ্জন কুমার সরকার, মোঃ মাসুদ রানা, গোলাম মোস্তফা, অজিহার রহমানসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা শিক্ষক শরিফুল ইসলাম।

সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে এড. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জিএম নুরুল ইসলাম, এড. গোলাম মোস্তফা (২), এড. জামিনী কান্ত সরকার, এড. পঙ্কজ সরকার, সংগঠনের কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ জামিনুর রহমান (সুমন), সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শ্যামনগর কমিটির তাপস কুমার পরমার্ণ, শেখ জোহর আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান, কৃষ্ণনগর ইউনিয়ন সহ সভাপতি রুহুল আমিন কাগজী, মোঃ জালাল উদ্দীন প্রমুখ। এসময় সংগঠনের জেলা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সহযোগি মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)