আমরা খুবই সৌভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি সেই সাথে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছি-এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ:
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন’র হলরুমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের আত্মত্যাগ ও ভূমিকা দেশের মানুষ চিরদিন স্মরনে রাখবে। আমরা খুবই সৌভাগ্যবান জাতি আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি সেই সাথে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছি। বিজয় দিবসে আমাদের যেভাবে আনন্দ উল্লাস করার কথা ছিল। তা করতে পারছিনা করোনার কারণে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা মহান বিজয় দিবস পালন করছি। আমাদের আনন্দ উল্লাস অতৃপ্ত থেকে যাচ্ছে।’
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন প্রমুখ। সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।