করোনায় আক্রান্ত এসওয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ এসওয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রুস দলামিনি মারা গেছেন। সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। চার সপ্তাহ আগে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।
রোববার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সী অ্যামব্রুস দলামিনির মৃত্যু হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।
নভেম্বরের মাঝামাঝিতে দলামিনি ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ভালোবোধ করছেন; উপসর্গ নেই বলেও জানান তখন।
১ ডিসেম্বর করোনা থেকে দ্রুত মুক্তি পেতে দক্ষিণ আফ্রিকায় যান দলামিনি। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, দলামিনির অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় স্বাভাবিক সাড়া দিচ্ছেন তিনি।
২০১৮ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান দলামিনি। তার আগে টেলিকম কোম্পানি এমটিএন ইসওয়াতিনির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ব্যাংকিং খাতে দীর্ঘ ১৮ বছর কাজ করেন তিনি। ইসওয়াতিনি নেডব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন দলামিনি।
কিংডম অব ইসওয়াতিনি আনুষ্ঠানিকভাবে সোয়াজিল্যান্ড নামে পরিচিত। দেশটিতে ৬ হাজার ৭০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১২৭ জন। দেশটির জনসংখ্যা ১২ লাখ।
দক্ষিণ আফ্রিকাভিত্তিক সামাজিক সংগঠন সোয়াজিল্যান্ড সলিডারিটি নেটওয়ার্ক অভিযোগ করেছে, সরকার প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে তাকে উন্নত স্বাস্থ্যসেবা দিয়েছে।
বিশ্বব্যাংকের ২০১৬ এবং ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী স্থলবেষ্টিত ছোট দেশ ইসওয়াতিনির ৩৯ শতাংশ লোক দরিদ্রসীমার নিচে বসবাস করছে।
সূত্র: এসোসিয়েটেড প্রেস