দেবহাটায় সরকারি বাসগৃহ নির্মানে সৃষ্ট সমস্যা সমাধানে ঘটনাস্থলে প্রশাসনিক কর্মকর্তারা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ২৯ পরিবারের জন্য সরকারী বাসগৃহ নির্মানের জমি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানজিল্লুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আজ রবিবার দুপুর ২টায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপজেলার শশাডাঙ্গা গ্রামে নির্মান কাজ চলমান সরকারী বাসগৃহ সমুহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে শশাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল গাজীর স্ত্রীর ভোগদখলীয় খাস জমি এবং সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় সংলগ্ন দখলীয় সরকারি খাস জমিতে গৃহহীনদের বাসগৃহ নির্মানের বিষয়ে আপত্তির কারন সম্পর্কে শোনাবোঝা করেন। পাশাপাশি সুষ্ঠভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রশাসনিক কর্মকর্তারা সকলকে আশ্বস্থ করেন।
এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভুমি) এসএম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।